Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সিটিজেন চার্টার

 

১।

গ্রামীণ জনসাধারণের পানীয় জলের কষ্ট দুরীকরনার্থে স্বাভাবিক পানিস্তর এলাকায় কমিউনিটি পর্যায়ে অগভীর নলকূপ স্থাপন কাজ করণ।

২।

গ্রামীণ জনসাধারণের পানীয় জলের কষ্ট দূরীকরনার্থে নিম্ন পানি স্তর এলাকায় কমিউনিটি পর্যায়ে তারা ডেভহেড নলকুপ স্থাপন কাজ করণ।

৩।

পৌর এলাকায় জণসাধারণের পানীয় জলের কষ্ট দুরীকরনার্থে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করণ।

৪।

গ্রামীণ পর্যায়ে নিম্ন পানি স্তর এলাকায় পাইপলাইনের মাধ্যমে গ্রামীণ পানি সরবরাহের ব্যবস্থা করণ।

৫।

দপ্তরীয় ভাবে জলাবদ্ধ পায়খান (স্লাব এবং রিং) তৈরীকরণ এবং সরকারী নিধারিত মূল্যে গ্রামীণ জনসাধারণের মাঝে বিক্রয়করণের মাধ্যমে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন।

৬।

দপ্তরীয় ঠিকাদারের মাধ্যমে জলাবদ্ধ পায়খানা(স্লাব এবং রিং) তৈরীকরণ এবং গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করিয়া স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন।

৭।

দপ্তরীয় মেকানিকের মাধ্যমে প্রতিমাসে নলকূপ পরিদর্শন ও প্রয়োজনীয় মেরামত করণের মাধ্যমে গ্রামীণ পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখার ব্যবস্থাকরণ।

৮।

দপ্তরীয় আর্সেনিক কিটস বক্স এর মাধ্যমে বিনামূল্যে নলকূপের পানির আর্সেনিক পরীক্ষাকরণ।

৯।

গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে পরিদর্শন করে স্বাস্থ্য সম্মত পাখানা ব্যবহার করার বিষয়ে উদ্বুদ্ধকরণ।

১০।

গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে পরিদর্শন করে জনগণকে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি পান করার বিষয়ে উদ্বুদ্ধকরণ।